“নিকষ কালো এই আঁধারে ,স্মৃতিরা সব খেলা করে “এই একগানেই পপুলার তীরন্দাজের শাহেদ। তবে গানের লিরিক্সের মত উনি আঁধারের মানুষ নন,বরং নিজ গুণে আলোকিত এক মানুষ শাহেদ, চট্টগ্রামের মানুষ তীরন্দাজ ব্যান্ডের শাহেদ নামেই চিনেন।আর উদ্যোগ জগতে উনার পরিচয় অসংখ্য! রেড কার্পেটের শাহেদ, রেড রক ফিয়েস্টার শাহেদ, ফুড ফেস্টিভ্যালের শাহেদ, মোটর ফেস্টের শাহেদ বা জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের শাহেদ। অন্তঃত ১০ টার কাছাকাছি কনসার্ন নিয়ে কাজ করছেন এই ইয়ুথ আইকন! টিম টকস্টোরির হেড অফ কন্টেন্ট রিদয়ানুল ইসলাম তাঁর ফিলহাল জানার জন্য ঢুঁ মেরেছিলো শাহেদের রেড কার্পেটের ঢেরায়!
কেমন আছেন?
শান শাহেদঃ জ্বী, আলহামদুলিল্লাহ!
আপনার শুরুর দিনগুলোর কথা জানতে চাই ?
শান শাহেদঃ ২০০৮ সালে তীরন্দাজ দিয়েই বেসিক্যালি আমার শুরুটা! শাটল ট্রেনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মার্কেটিং এর স্টুডেন্ট আমি। দুইটা M আমার জীবনে নিবিড়ভাবে জড়িয়ে, মার্কেটিং আর মিউজিক! সেই তীরন্দাজেরও আজ ১ যুগ হতে চললো প্রায়।
আপনার মাদার প্রজেক্ট রেড কার্পেট নিয়ে একটু বলেন ?
শান শাহেদঃ ২০১৩ সালেই আমরা শুরু করি একটা ইভেন্ট সলিউশন ফার্ম হিসেবে। ইভেন্ট নিয়ে এত বড় পরিসরে কাজ হতে পারে এটা মানুষকে বুঝাতে পারাটাই বড় চ্যালেঞ্জ ছিল, আমরা নিজেরা কী করতে চাই সেটা নিয়ে আশাবাদী ছিলাম।আজ রেড কার্পেটও পা দিয়েছে ৭ বছরে।
রেড কার্পেটের কী কী কনসার্ন আছে এখন?
শান শাহেদঃ রেড কার্পেট ডিজিটাল, রেড ভেলভেট, এরকম বিভিন্ন সেগমেন্টে আমরা আমাদের কনসার্নগুলো সাজিয়েছি। আর এই কনসার্নগুলো জন্ম দিয়েছে ফুড ফেস্টিভ্যাল, রেড রক ফিয়েস্টা ( ব্যান্ড মিউজিক সিরিজ) মোটর ফেস্ট এর মত কিছু সাকসেসফুল ক্যাম্পেইন। এর মধ্যে আমাদের মোটর ফেস্টটাকে পিএইচপি মোটর ফেস্ট নামেই সবাই চিনে।
রেডকার্পেট ডিজিটাল আমাদের ডিজিটাল এজেন্সি যেটা নভেম্বর ২০১৯ এ শুরু করি।একটা কম্প্লিট ডিজিটাল সলিউশন এজেন্সি হিসেবে এর আবির্ভাব। আর কমিকন ( Comicon) এর কথা না বললেই নয়।সুপারহিরোদের নিয়ে একটা পূর্ণাঙ্গ ফেস্ট বলতে পারেন এটা! ওয়েস্টার্নে খুব জনপ্রিয় এটা। বাট আমাদের দেশে এটা জাস্ট গ্রোয়িং একটা ফিল্ড এটা। আর যেহেতু আমি মার্কেটিং এরই স্টুডেন্ট আমরা এই প্রজেক্টটা নিয়েও বেশ আশাবাদী।
আপনার সমসাময়িক উদ্যোগ গুলো নিয়ে বলুন ?
শান শাহেদঃ দেখুন, আমার কাছে মিউজিক কারন মিউজিক আমি শাহেদের জন্য অক্সিজেনের মত। তাই আমি ভেঞ্চারগুলোতে মিউজিক ইন্ট্রুড করানোর চেষ্টা করি। যেমন আমার লেটেস্ট ভেঞ্চার টেকনোপ্রো ( Technopro)! এটা বেসিক্যালি আমরা সাউন্ড সলিউশন হিসেবে স্টার্ট করলেও আমাদের টার্গেট কিন্তু আরো বড়! আমরা আরো বিভিন্ন ইলেকট্রনিকস দিকও টার্গেট করবো, বাট শুরুটা আমরা মিউজিক দিয়েই করেছি! এদেশের সাউন্ড- সিনারিওতে একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে টেকনো প্রো!
মানে নিজের শিকড় থেকে দূরে সরতে চান না?
শান শাহেদঃ চাইনা বলেই তো আজ তীরন্দাজ এক যুগ পার করলো। দেখুন আমার শখের জায়গাটাই আমার সবচেয়ে বড় শক্তির জায়গা। আমার প্যাশন নিয়ে আমি আপোষ করিনা কখনো!
আপনি তো জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালে ভাইস- প্রেসিডেন্ট হিসেবে আছেন। এই দিকটা নিয়ে যদি একটু আমাদের পাঠকদের জন্য বলতেন !
শান শাহেদঃ হুম, এটা আমার ওয়ান অব দ্য বেস্ট এচিভমেন্ট টিল ডেইট। এটা মুলত ব্যবসায়ীদের সোশ্যাল বা সামাজিক উদ্যোগের দিকটাকে ফোকাস করে। সামাজিক দায়বদ্ধতা সাকসেসফুল উদ্যোক্তা বা ব্যবসায়ীদের অনেক বেশী। সেই লক্ষ্য নিয়ে মূলত জেসিআই কাজ করে।
আপনি মার্কেটিং এর স্টুডেন্ট, সফল উদ্যোক্তাও – আর কী কী আইডিয়া আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে?
শান শাহেদঃ আচ্ছা, ট্রেড সিক্রেট বলে একটা ব্যাপার আছে, তাই আমি পুরোটা ডিসক্লোস করতে চাচ্ছি না! তবে আমার আরো একটা সিস্টার কনসার্ন আছে Asia Trade Corporation নামে। আমরা এদেশের বুমিং টয় ( খেলনা সামগ্র) সেক্টর নিয়ে কাজ করছি। আশা করছি, এটা আমাদের ভেঞ্চারে নতুন পালক যুক্ত করবে। আরো অন্যান্য ভেঞ্চারগুলো যখন আসবে তখন তার সফলতা নিয়ে লিখার জন্য আপনাদের টীম টকস্টোরি তো আছেই (হাসি….)।
একজন তরুণ আইকন হিসেবে উদ্যোক্তাদের জন্য কী বলবেন?
শান শাহেদঃ দেখেন, আজকেই অফিস খুলে কালকেই ফোর কালার কার্ড বানিয়ে সিইও হইয়েন না প্লিজ। কোনমতেই অধৈর্য্য হওয়া যাবেনা। আগে একটা ভেঞ্চার দাঁড় করাতে চেষ্টা করেন দেন সেখান থেকে আস্তে আস্তে ছড়ানোর চেষ্টা করেন, কারণ ওয়ারেন বাফেটই বলেছেন কখনোই আয়ের একটা পথের উপর নির্ভর করবেন না।নিজের প্যাশন কখনোই ভুলবেন না। বাকীসব পরে,কারণ আপনিই জানেন আপনার শক্তির জায়গা কোনটা।
আপনার এই পথচলার অনুপ্রেরণা কাকে মানেন?
শান শাহেদঃ ব্যান্ড মিউজিক লিজেন্ড আইয়ুব বাচ্চুকে। রেড রক ফিয়েস্টা আমরা সিরিজ ফাইভ করে ফেলেছি অলরেডি। এটা একটা সুপার সাকসেসফুল শো এদেশের ব্যান্ড মিউজিক সেক্টরে। রেড কার্পেট থেকে উঠে আসা অন্যতম সাকসেসফুল ব্র্যান্ড এটা। আমরা উনাকে ট্রিবিউট করে এর একটা সিরিজও করেছি।
শেষ একটা প্রশ্ন, প্রিয় লাইন কোনটা?
শান শাহেদঃ Be passionate, never forget Your root.
আপনাকে অসংখ্য ধন্যবাদ
শান শাহেদঃ টীম টকস্টোরিকেও ধন্যবাদ! আশা করি এই পথচলা দীর্ঘায়িত হবে।