চায়না : স্টার্টআপ মানেই টেকনোলজি, আর টেকনোলজি মানেই চায়না! তাই আশ্চর্যের কিছু নেই যে স্টার্টআপে চায়না এ তল্লাটে সবার চেয়ে এগিয়ে! আলীবাবা থেকে তাওবাও,বাইডু থেকে উইচ্যাট – চায়না যেন স্টার্টআপের আঁতুড়ঘর।তাদের স্টার্টআপ মার্কেটের টোটাল ভ্যালু বাংলাদেশের ৪০ টা বাজেটের সমান এ মুহুর্তে! ভাবা যায়!
ভারত : ব্যাঙ্গালোরকে তো মানুষ নেক্সট সিলিকন ভ্যালী নাম দিয়ে দিয়েছে। Flipcart,Ola, Myntra, Byju’s, Big basket শুধু সাউথ ইন্ডিয়ার লিস্টই শেষ হবে না! ভারতে এক পরিসংখ্যানে দেখা গিয়েছে গড়ে ডেইলী ২০০ স্টার্টআপ আইডিয়া আসে ভারত থেকে।কল্পনাতীত! এর মাত্র ১% টিকে গেলে যে রেভেনিউ আসবে তাতে করে তাদের অর্থনীতিতে ২০২৫ সালে এড হবে কমবেশী ৫ ট্রিলিয়ন ডলার! ওরেব্বাস!
থাইল্যান্ড : দেশ ছোট, কিন্তু চিন্তা বা আগ্রহ কোনটাই ছোট না! আর এ জন্যই ট্রাভেল স্টার্টআপে পুরো দুনিয়াতে এরা এক নম্বর। জ্বী, থাই ট্যুরিজমের রমরমা অবস্থার পিছনে সবচেয়ে বড় কৃতিত্ব তাদের স্টার্টআপ ইকো সিস্টেমের। অন্যদিকেও যে তারা পিছিয়ে তা কিন্তু নয়।
ফিলিপাইন : অনেকেই আশ্চর্য হবেন এ নাম দেখে! ভাই ফিলিপিনোদের মত কর্মঠ জাতি এশিয়া না পুরো বিশ্বে খুব কমই আছে! সাম্প্রতিক সময়ে টেক সাইডে বেশ ভালো করছেন তারা। তার সুফল আসছে স্টার্টআপের হাত ধরে। মিডল ইস্টের অনেক নব্য স্টার্টআপের কাজ ঘুচিয়ে দিচ্ছেন ফিলিপিনোরা। নিজেরাও আসছেন, বাকীদেরও পথ বাতলে দিচ্ছেন।
তুরস্ক : আরো আশ্চর্য হলেন, এই তো! জাস্ট গুগল করুন Startup Istanbul! তাইলেই বুঝবেন এরদোয়ান ছাড়াও তুরস্কের আরো অনেক ব্যাপার আছে যা আমরা জাস্ট জানিনা। এশিয়ার সবচেয়ে বড় স্টার্টআপ কম্পিটিশনের হোস্ট এরা। সাধে কী আর তুর্কীদের কে উদ্ভাবনী জাতি বলেছিলেন ইবনে বতুতা!
দেশে দেশে স্টার্টআপ সেগমেন্ট নিয়ে আমরা পরবর্তী সেগমেন্টে আসবো একবার শুধু ভাবুন – আমরা আছি তো আছি, কই আছি!!