সারাবিশ্বজুড়ে এই মূহুর্তে করোনা নামক এক প্রাণসংহারকারী ভাইরাসের কারণে এক ভয়াবহ আতঙ্ক বিরাজ করছে। অফিস-আদালতে নেই মানুষের আনাগোনা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ অসীম শূন্যতায় হাহাকার করছে। বিভিন্ন কনফারেন্স এবং ইভেন্ট অলরেডি বাতিল হয়ে গিয়েছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তার কোনো ঠিকঠিকানা নেই।
এই মূহুর্তে আমাদের সামনে সম্পূর্ণ নতুন এক পরিস্থিতির উদ্ভব দেখা দিয়েছে। এই পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার জন্য আজ সবকিছুরই অত্যন্ত দ্রুততম সময়ে ডিজিটাইজেশান ঘটছে। এখন চাকুরি হচ্ছে অনলাইনে, মিটিং, কনফারেন্স সবকিছুই এখন অনলাইনেই চলছে। পিছিয়ে নেই শিক্ষাখাতও। ই-লার্নিং বা ই-এডুকেশনে এক বৈপ্লবিক পরিবর্তন সংঘটিত হচ্ছে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন অনলাইনেই তাদের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছে। আর বিভিন্ন অনলাইন প্লাটফর্মগুলোও শিক্ষার্থীদের প্রতি বাড়িয়ে দিচ্ছে তাদের সহযোগিতার হাত।
আর এই মুহুর্তে অনলাইনে দক্ষতা বৃদ্ধির জন্য সবচেয়ে বিখ্যাত প্লাটফর্মগুলো হলোঃ
- Coursera
- edx
- Udacity
- Udemy
- LinkedIn Learning
এছাড়াও রয়েছে Skillshare, Cursa, Solo Learn ইত্যাদি। এর বাংলাদেশে শুরু হওয়া ই-লার্নিং প্লাটফর্মগুলোর মধ্যে অন্যতম হলো, Multipath, BYLCx, Bohubrihi ইত্যাদি।
আর বিশ্বে এই মুহুর্তে সর্বাধিক জনপ্রিয় ই-এডুকেশন মাধ্যমগুলোর অন্যতম হলো Coursera।
ই-লার্নিং ইন্সটিটিউট হিসেবে এটি নিঃসন্দেহে অসাধারণ। এর যাত্রা শুরু হয় এখন থেকে ৮ বছর আগে, ২০১২ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্সের প্রফেসরদ্বয় এণ্ড্রু নিগ এবং ডাফনে কলারের সম্মিলিত প্রচেষ্টায়। যদিও Coursera এর যাত্রা শুরুর পর অনেকেই এটিকে তুচ্ছতাচ্ছিল্য করা শুরু করেন। কিন্তু ধীরে ধীরে Coursera শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়। সময়ের সাথে সাথে Coursera এগিয়ে যেতে থাকে নিজস্ব উদ্যমে।বর্তমানে বিশ্বজুড়ে Coursera প্রায় ৪৭ মিলিয়ন রেজিস্ট্রার্ড শিক্ষার্থী রয়েছে।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কর্পোরেট এবং কিছু সরকারি প্রতিষ্ঠানমিলিয়ে বিশ্বজুড়ে প্রায় ২৯ টি দেশের ২০০ প্রতিষ্ঠানের সাথে Coursera এর অংশীদারত্ব রয়েছে। এর মধ্যে আবার বিশ্বের ১৫০ টির অধিক স্বনামধন্য বিশ্ববিদ্যালয় রয়েছে। যাদের মধ্যে উল্লেখযোগ্য হলোঃ University of Washington, Irvine University, Duke University, University of London ইত্যাদি । কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে Coursera এর সাথে অংশীদারত্বে রয়েছে Google, Adobe, IBM এর মত বিখ্যাত প্রতিষ্ঠানগুলো।
Coursera মূলত বিভিন্ন বিষয় যেমন: কম্পিউটার সাইন্স, ডাটা সাইন্স, মেশিন লার্নিং, ম্যাথম্যাটিক্স, বিজনেস স্টাডিজ, আর্টস এন্ড হিস্ট্রি, ডিজিটাল মার্কেটিং, ল্যাঙ্গুয়েজ লার্নিং, পার্সোনাল ডেভেলপমেন্ট সহ অনেকগুলো বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করে থাকে। এতে প্রায় পাঁচ হাজারেরও অধিক কোর্স রয়েছে। এছাড়াও রয়েছে ৪-৬ টি কোর্সের সমন্বয়ে গঠিত ১০০ টিরও অধিক বিশেষায়িত প্রশিক্ষণ। কোনো একটি নির্দিষ্ট দক্ষতা আয়ত্তে আনতে যে প্রশিক্ষণ কার্যকর ভূমিকা পালন করে। এছাড়াও রয়েছে অনেকগুলো ব্যাচেলর্স এবং মাস্টার্স প্রোগ্রাম যা আপনি বিশ্বের যেকোনো প্রান্ত থেকে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় গুলোর মাধ্যমে মূল খরচের অর্ধেকেরও কম অর্থ দিয়ে করতে পারবেন। এটি আপনার অর্থ এবং সময় উভয়কেই বাঁচিয়ে দিবে।
ই-লার্নিং প্লাটফর্মগুলোর মধ্যে বেশিরভাগ প্লাটফর্মের কোন নির্দিষ্ট কোর্সের শুধুমাত্র সব ডিডিও দেখলেই কোর্স কমপ্লিট হয়ে যায়। কিন্তু Coursera এদিক দিয়ে অন্যান্য ই-লার্নিং প্লাটফর্মগুলো থেকে কিছুটা ভিন্নমাত্রিক। এখানে এক একটি কোর্স প্রায় ৪-৬ সপ্তাহের হয়ে থাকে। আর প্রতিসপ্তাহে ৩০ মিনিট – ২/৩ ঘন্টার ভিডিও, কয়েকটি কুইজ আর ১/২ টি এসাইনমেন্ট থাকে। এই এসাইনমেন্টগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে সাবমিট করার পাশাপাশি ৩ টি করে অন্যান্য পার্টিসিপ্যান্টদের এসাইনমেন্টের রিভিও সাবমিট করতে হয়। আর কুইজ, এসাইমেন্ট এর উপর ভিত্তি করেই পার্টিসিপ্যান্টদের সপ্তাহভিত্তিক আর একটি ফাইনাল গ্রেড নির্ধারিত হয়। পুরো কোর্সে ৮০ শতাংশ মার্কস থাকলেই প্রতিযোগীরা একটি ই-সার্টিফিকেট পেয়ে যায়।
এছাড়াও রয়েছে Coursera এর সমৃদ্ধ স্টাডি ম্যাটারিয়াল এবং ডিসকাশন ফোরাম। ডিসকাশন ফোরামে আপনি অন্যান্য পার্টিসিপ্যান্টসদের সাথে সপ্তাহভিত্তিক ডিসকাশন ফোরামে কোর্স রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করতে পারেন যা আপনার দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
Coursera তে প্রায় ৩৮০০ টি প্রিমিয়াম কোর্স রয়েছে যার জন্য আপনাকে ৩০$-৫০০০$ পর্যন্ত পে করা লাগতে পারে। আর প্রায় ১৫০০ টি কোর্স সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনি যদি সার্টিফিকেট পেতে চান তাহলে আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হবে। আর ১০০ টির বেশি কোর্স সম্পূর্ণ ফ্রি এর সাথে আপনি একটি মূল্যবান সার্টিফিকেট পাবেন। এছাড়াও আপনি চাইলে মান্থলি সাবস্ক্রিপশনের মাধ্যমে মাত্র ২৫-৫০ ডলারে একসাথে আনলিমিটেড কোর্স করতে পারবেন। আর Coursera এর একটি সার্টিফিকেট আপনাকে নিসন্দেহে চাকরির ময়দানে অন্যান্য প্রতিযোগীর চেয়ে অনেকাংশে এগিয়ে রাখবে। আর যদি আপনি সার্টিফিকেট ছাড়া কোর্সগুলোও করেন তবুও বলবো আপনার সময় এবং পরিশ্রম জলে যাবে না। নিঃসন্দেহে অনেককিছু শিখতে পারবেন। আর যদি গ্রাজুয়েশান বা মাস্টার্স করতে চান নিঃসন্দেহে এটি আপনার জন্য সেরা একটি প্লাটফর্ম হবে।
Coursera এর মূল লক্ষ্যই হলো শিক্ষাকে সহজতর করা এবং সাশ্রয়ী মূল্যে শিক্ষাসেবা প্রদান করা।
Coursera এর বর্তমান সিইও জেফ ম্যাগিয়নকালডা বলেন, আমি একটি এমন একটি বিশ্বের স্বপ্ন দেখি যেখানে বিশ্বের প্রতিটি প্রান্তের প্রত্যেক শিক্ষার্থীর কাছে Coursera পৌঁছে যাবে।
তিনি মনে করেন, প্রযুক্তির উৎকর্ষের যুগে গতানুগতিক ক্লাসরুমের ধারা বিলুপ্ত হতে চলেছে। ভবিষ্যতে প্রযুক্তিই মানুষের শিক্ষার গতিধারাকে বদলে দিবে।
মহামারীর করোনাভাইরাসের আক্রমণের ফলে এই মূহুর্তে সারাবিশ্ব যখন বিপর্যস্ত তখনই Coursera কর্তৃপক্ষ এক অসাধারণ উদ্যোগ গ্রহণ করেন। এই মূহুর্তে একটি নির্দিষ্ট সময়ের জন্য স্পনসরশিপের মাধ্যমে COURSERA বিশ্বের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খুব সহজেই প্রিমিয়াম কোর্সগুলো ফ্রিতেই করার সুযোগ দিচ্ছে। যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ তাই শিক্ষার্থীদের জন্য এটি হয়ে উঠতে পারে এক অভাবনীয় সুযোগ। এই সুবিধা Coursera কতৃপক্ষ সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে বলে ঘোষণা দিয়েছেন।
কিন্তু এর জন্য জুলাইয়ের ৩১ তারিখের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর রেজিষ্ট্রেশন করতে হবে। মানবিক দিক বিবেচনায় এ সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি ভবিষ্যতে Coursera এর প্রতিপাদ্য অর্থাৎ শিক্ষাকে সহজতর এবং সাশ্রয়ী মূল্যে শিক্ষাসেবা প্রদানের লক্ষ্য পূরণে বিশাল এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। তাই বলে কি বন্ধ থাকবে শিক্ষা। না কখনো না। পরিবর্তিতে বিশ্বপরিস্থিতে ই-লার্নিংই হবে শিক্ষার অন্যতম মাধ্যম। এ ক্ষেত্রে Coursera হয়ে উঠতে পারে এক অসাধারণ এক প্লাটফর্ম। তাই আর দেরি না করে আজই Coursera তে রেজিষ্ট্রেশন করে ফেলুন আর ভবিষ্যতের সোনালী স্বপ্ন পূরণের অভিপ্রায়ে অগ্রসর হোন।
লিখেছেন: সাজ্জাদ মাহবুব