উদ্যোক্তা স্টোরি

Bullseye : দ্য কমিউনিকেশন কিং

Imagine. Immense. এই দুইয়ে Bullseye এর Inception হয়েছিলো। বুল’স আই। নামেই কেমন মাদকতা রয়েছে একটা। একটা ব্যাপার আমরা প্রায়ই শুনি ; ৩৬০° সার্ভিসেস। কোন মার্কেটিং এজেন্সি, এড ফার্ম প্রভৃতির ক্ষেত্রে এমনটা শোনা যায়। আদতে এমন ৩৬০° সার্ভিসেস খুব কম প্রতিষ্ঠানই … সম্পূর্ণ পড়ুন “Bullseye : দ্য কমিউনিকেশন কিং”

মানুষের জন্য কাজ করছেন বহুমুখী প্রতিভার হাসান মতিউর

খুব ছোটোবেলায় মাকে হারায় হাসান মতিউর রহমান। এরপর থেকে বাবাই বাবা আবার বাবাই মা। তার সব ধরণের দেখাশোনার দায়িত্ব পালন করে আসছেন বাবা, একা হাতে খুবই নিপুণভাবে সংসার পরিচালনা করছেন, তাইতো হাসানের চোখে তার বাবাই সব, একজন বেস্ট ফ্রাদার। তাই … সম্পূর্ণ পড়ুন “মানুষের জন্য কাজ করছেন বহুমুখী প্রতিভার হাসান মতিউর”

মেডিস্টোর; আপনার ভার্চুয়াল সেবক!

পিপিই, সার্জিক্যাল মাস্ক, ইনফ্রারেড থার্মোমিটার কিংবা পালস অক্সিমিটার এমন আরো বিবিধ শব্দ এই কয়দিনে জানা হয়েছে আমাদের।একটা কাড়াকাড়ি অবস্থা দেখেছি আমরা এসব নিয়ে। আসলে এগুলো সবসময়ই দরকারী অনুষঙ্গই ছিলো। করোনায় বেশ বড় হাওয়া লেগেছে এসবের পালে। করোনা দেখিয়েছে এসব সুরক্ষা … সম্পূর্ণ পড়ুন “মেডিস্টোর; আপনার ভার্চুয়াল সেবক!”

মাইন্ড শেপার : মনের ডাক্তার

মানসিক স্বাস্থ্য, ডিপ্রেশন, টেনশন, নির্ঘুম রাত, খিটখিটে মেজাজ, একা থাকার অভ্যেস,সুইসাইডাল অ্যাটিটিউড – আমরা আজকাল অহরহই এসব শব্দ শুনছি! চারপাশে অসংখ্য মানুষ আসলে এইসব ‘মনের’ ব্যাধিতে ভুগছেন! কেউ হয়তো জানেন বা বুঝেন বিষয়টি, আর কেউ অজান্তেই এসব ফেস করে চলেছেন।… সম্পূর্ণ পড়ুন “মাইন্ড শেপার : মনের ডাক্তার”

থ্রি মাস্কেটিয়ার্স!

ইউটিউবে রায়ান নামে এক পিচ্চি শুধু খেলনার রিভিউ করেই বনে গিয়েছিলো সেরা উপার্জনকারী ইউটিউবারদের একজন। আমরা বেশ বড় করে ফিচারও করেছিলাম তারে নিয়ে। তবে, উপার্জনের কথাটা যদি বাদ রাখি ; তাহলে আমাদের চট্টগ্রামের এই ‘থ্রি মাস্কেটিয়ার্স ‘ ইউটিউবিং আর কন্টেন্ট … সম্পূর্ণ পড়ুন “থ্রি মাস্কেটিয়ার্স!”